বিশেষ প্রতিবেদক
সরাসরি অভিভাবকের মোবাইলে এসএসসি পরীক্ষার ফলাফল পৌঁছে দেবে গতকাল ৫ এপ্রিল এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।এতে ৩০ এপ্রিলের মধ্যে সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জমা দেয়ার নির্দেশ দেয়া হয় সকল প্রধান শিক্ষকগণকে। এ খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হবার পর থেকে সাড়া পড়ে যায় পরীক্ষার্থী এবং অভিভাবক মহলে।প্রশ্ন জাগে তবে কি মে মাসের প্রথম সপ্তাহে ফল বেরুচ্ছে এসএসসি পরীক্ষার ?
এ প্রসংগে জানতে চাইলে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সব পরিস্থিতি বিবেচনা করে এবারের এসএসসির ফল প্রকাশে বিলম্ব হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ফলাফল প্রস্তুত করতে অন্তত ২০ দিন সময় লাগবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম রোববার রাতে বলেন, “এসএসসির ফলাফল নিয়ে আমরা কাজ করছি। তবে সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।”
সাধারণত কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশের পর যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যায়। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারেন।
বেশ কয়েক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হয় না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যায়।
কিন্তু এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে পাঠাবে যশোর শিক্ষা বোর্ড।কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সরবরাহকৃত মোবাইল নম্বরে তাদের মাধ্যমিকের ফল বিনা খরচে পৌঁছে যাবে বলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন।
অন্যান্য শিক্ষাবোর্ডগুলোও একই পথ অনুসরণ করবে কিনা এ প্রশ্নের জবাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে ফল পাঠানোর কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত হয়নি। যশোর বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড এমন উদ্যোগ নেয়নি বলেও খোঁজ নিয়ে জানা গেছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হয়। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল ঘোষণার কথা রয়েছে।
এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে ১২ মে, চলবে ২৩ মে পর্যন্ত। আগের মতো ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।
Discussion about this post