শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুইটি হলে চারজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন ছাত্রী ও একজন ছাত্র। আক্রান্ত শিক্ষার্থীরা সুস্থ আছেন। আজ সোমবার (১৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল আওয়াল।
তিনি বলেন, এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের নিজ নিজ হলে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল রাতে করোনায় আক্রান্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। আজ ছাত্রীরা যাবেন। পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। সবাই সুস্থ আছেন।
আক্রান্ত ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল হামিদ হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রীরা দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।
এর আগে, বুয়েটের আটটি হলের ২৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। গতকাল সারাদেশে সংক্রমণের হার ছিলো প্রায় ১৮ শতাংশ। সপ্তাহ তিনেক আগেও এই হার ছিলো অনেক কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন।
করোনা সংক্রমণ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে। অনলাইনে তাদের ক্লাসগুলো চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে।
Discussion about this post