নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৬টি ইউনিটে (FA, FSE, FBA, FSS, FFA এবং FL) ভর্তি কার্যক্রম শুরু হয়।
তবে FA2 উপ-ইউনিটের অধীন সংগীত বিভাগ ও থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং FFA ইউনিটের অধীন চারুকলা বিভাগে ১৯ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এছাড়াও অনুষদগুলোতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ জানুয়ারি।
FA1, FBA, FSS ও FL ইউনিটের জন্য সর্বমোট ভর্তি ফি ১৫২৯০ টাকা এবং FA2, FSE ও FFA ইউনিটের জন্য সর্বমোট ভর্তি ফি ১৫৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post