শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।
এসময় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, যে কোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। আমরা এ কর্মসূচি থেকে শাবিপ্রবি শিক্ষার্থীদের সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই ।
Discussion about this post