শিক্ষার আলো ডেস্ক
করোনা মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট কমাতে চলমান শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে মে দিবস, শব-ই-কদর, জুম‘আ-তুল বিদা এবং ঈদ-উল-ফিতরের ছুটি বহাল রেখে আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত মোট ১১ দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post