শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক। আগামী চার বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পূর্বের ট্রেজারারের মেয়াদ শেষ হওয়ার চার মাস পর নতুন ট্রেজারার পেল বিশ্ববিদ্যালয়টি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফের মেয়াদ গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।
অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিককে ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।
‘ট্রেজারার হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।’
Discussion about this post