শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কয়েকটি পর্বে শিক্ষার্থীদের কলেজ ও বিষয়ের মনোনয়ন পরিচালিত হবে। একজন মনোনীত শিক্ষার্থী দুই কিস্তিতে ভর্তি টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে। যে কোন পর্বে প্রথমবারের মত একজন মনোনীত শিক্ষার্থী প্রথম কিস্তির ৩ হাজার টাকা অনলাইনে জমা দিয়ে পরবর্তী মনোনয়ন পর্বের (বা পর্বসমূহের) জন্য অপেক্ষা করবে।
এতে আরও বলা হয়, একটি পর্বে কলেজ ও বিষয় মনোনয়ন পাওয়ার পর কোন শিক্ষার্থী তার প্রথম কিস্তির টাকা পরিশোধ না করলে শিক্ষার্থী সরকারী ‘‘সাত কলেজে ভর্তি হতে আগ্রহী নয়’’ ধারণায় সে পরবর্তী পর্বে মনোনয়নের জন্য বিবেচিত হবে না।
চূড়ান্ত মনোনয়নের পর শিক্ষার্থী তার মনোনীত কলেজ ও বিষয়ের জন্য নির্ধারিত অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে অনলাইনে পরিশোধ করবে ও টাকা জমার রসিদ সহকারে স্ব-স্ব কলেজে ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।
প্রতি পর্বের মনোনয়নে মনোনীত কলেজ ও বিষয় একজন শিক্ষার্থীর জন্য নির্ধারিত থাকবে । আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী পছন্দক্রমে উল্লেখ করা আগের কলেজ ও বিষয়ের জন্য মনোনীত হবে। কোন কারণে একজন শিক্ষার্থী ১ম/২য় কিস্তির টাকা পরিশোধ করার পর যদি মনোনীত কলেজের বিষয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হয় তবে তার ভর্তির মনোনয়নসহ সকল জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে।
আগামী ২৩ জানুয়ারি বিকেল ৩টা থেকে ওয়েবসাইটে লগইন করে পেজে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অথবা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ১ম কিস্তির টাকা পরিশোধ করতে পারবে। পরে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি যে কোন দিন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সব কার্যক্রম শেষে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে।
Discussion about this post