নগরীর খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান বিথম কলেজ অব প্রফেশনালসে সম্প্রতি ADVANCED FUNDAMENTALS OF ICT ” শিরোনামে একটি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।এর প্রথম সেশনে ছিলো EDUCATION BACKGROUND /THEORETICAL BACKGROUND , ২য় সেশনে ছিলো MOCK TESTএবং তৃতীয় সেশনে ছিলো EDUCATION & CAREER বিষয়ক আলোচনা। বিভিন্ন কলেজ থেকে আগত এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এবং বিথমের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা এতে উৎসাহের সাথে অংশ গ্রহণ করেন।সেশন বক্তারা ছিলেন, আইসিটি বিভাগের প্রভাষক এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেফায়া তাসকিন শ্যামা, প্রভাষক মো. জিয়াউদ্দিন নয়ন এবং গোলাম সারওয়ার।
ওয়ার্কসপ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন কলেজের প্রধান নির্বাহী মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান নির্বাহী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান এবং আইসিটি ক্যারিয়ারে সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
Discussion about this post