নিজস্ব প্রতিবেদক
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত দুই দিন ধরে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অনশন ভাঙেননি কেউ।এদিকে টানা ৩৭ ঘণ্টা অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সব শিক্ষার্থী।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৬ জন ছাত্রী ও ৬ জন ছাত্র রয়েছেন।
অনশনরত অবস্থায় ১ জন রাগিব বারেয়া, ১জন মাউন্ড এডোরা ১০ জন এম এ জি ওসমানী মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় আছেন। এরই মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।তাদের মধ্যে কারো গ্লুকোজ লেভেল কমে গেছে। কারও ব্লাড প্রেশার লো হয়ে গেছে। তাদের স্যালাইন দেয়া হচ্ছে। বেশি সময় অতিবাহিত হলে হয়তো তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে। ডাক্তারদের অনুরোধ স্বত্ত্বেও তারা অনশন ভাঙতে চাচ্ছেন না।
এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল থেকে এ পর্যন্ত মোট ১২ জন শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শমতে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন।
Discussion about this post