নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ক্লাস অনলাইনের মাধ্যমে আগামীকাল (২২ জানুয়ারি) থেকে শুরু হবে।
আজ বুয়েটের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গত ২০ ও ২১ অক্টোবর এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। কমিটি ইতোমধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া শেষ করেছে।
এতে আরও বলা হয়েছে, বুয়েটে সব লেভেল ও টার্মের ক্লাস একইসঙ্গে শুরু হয়। বর্তমানে বিভিন্ন লেভেল ও টার্মের ক্লাস চলমান আছে, যা শুরু হয়েছে ১৩ নভেম্বর এবং শেষ হবে ১২ এপ্রিল। নতুন শিক্ষার্থীদের ক্লাস দ্রুত চালু করতে বুয়েট কর্তৃপক্ষ আলাদাভাবে লেভেল-১, টার্ম-১ এর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছে।
এতে করে নতুন শিক্ষার্থীদের কোভিড-১৯ মহামারির কারণে পিছিয়ে পড়াটা কিছুটা লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।
Discussion about this post