নিজস্ব প্রতিবেদক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও ক্লাস সমূহ অনলাইনে নেওয়া হবে। তবে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খোলা থাকবে হল, সীমিত পরিসরে অফিস খোলা এবং বাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৭তম জরুরী একাডেমিক কাউন্সিলের সভা শেষে এসব তথ্য জানানো হয়।
উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী জানান, সার্বিক আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপাতত ক্লাস সমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে, ঘোষিত এবং চলমান পরীক্ষা চলবে, হল সমূহ খোলা থাকবে, ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম চলমান থাকবে, দর্শণার্থীদের প্রবেশ সীমিত থাকবে, অফিস সমূহ খোলা থাকবে সীমিত পরিসরে (অফিস প্রধানের তত্বাবধানে), বিশ্ববিদালয়ের পরিবহণ চলবে সীমিত পরিসরে। তিনি সকলকে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ মেনে নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে তাগিদ দেন।
Discussion about this post