শিক্ষার আলো ডেস্ক
দেশের ১ কোটি ৩১ লাখ ৯৪৮ জন শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক হিসেবে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ১৫ লাখ ৪০ হাজার ২৪৭ জন।
শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সারাদেশে শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ২৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৯৯ জনকে।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৪৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৮৫৮ জন।
প্রসঙ্গত, গত বছরের গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।
Discussion about this post