নিজস্ব প্রতিবেদক
ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের মেডিকেল কলেজগুলোও আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
রবিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি।
তিনি বলেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে আমরা সেই সিদ্ধান্তই বহাল রাখবো। মেডিকেল কলেজগুলোও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু এটা একটি জাতীয় সিদ্ধা্ন্ত। আর সরকার জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া। তাই আমরা তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করছি।
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আরও বলেন, মেডিকেল কলেজগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও পুরোপুরি পাঠদান বন্ধ হবে না। অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়া যাবে। এই বিষয়টি নিজ নিজ মেডিকেল কলেজ ঠিক করবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
Discussion about this post