শিক্ষার আলো ডেস্ক
সরকারি নির্দেশনায় সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকায় ফেনী ইউনিভার্সিটিতে অনলাইনে চলবে ক্লাস ও পরীক্ষা। ২১ জানুয়ারি এক নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি এ নির্দেশ জারি করে প্রতিষ্ঠানটি।
এছাড়া ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম দৈনিক ৪ ঘণ্টা করে চালু থাকবে বলেও নোটিশে জানানো হয়। এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সপ্তাহে ২ দিন করে পালাক্রমে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।
এ ব্যাপারে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ বলেন, করোনা পরিস্থিতির কারণে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় তার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি লম্বা সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধও রাখতে হয় তাতেও আমাদের শিক্ষার্থীদের উদ্বেগের কিছু নেই। যথা সময়ে অনলাইনেই পরীক্ষা কার্যক্রমও চলবে।
এর আগে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ফেনী ইউনিভার্সিটিতে অনলাইনে সব ক্লাস-পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হয়েছিল।
Discussion about this post