শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে দ্বিতীয় দফার মাইগ্রেশন শেষ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সরকারি মেডিকেল কলেজে শূন্য হওয়া আসনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছে পাঠানো হয়েছে।
সূত্রমতে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর মেডিকেলের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৩৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হয়েছিল। ওই মাইগ্রেশন ও অপেক্ষামান থেকে ভর্তি শেষ হওয়ার পর নতুন করে শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হয়।
সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১১৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন করা হবে। গতকাল সোমবার একটি তালিকা বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তালিকা তৈরির পর সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আরেকটি ভর্তি পরীক্ষা সন্নিকটে। তাই দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় দফার মাইগ্রেশন শেষ করা হবে। ১১৪টি আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হবে। তালিকা এরইমধ্যে বুয়েটের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষামনা তালিকা প্রকাশ করা হয়। মাইগ্রেশন ও ভর্তি শুরু হয় ২৮ ডিসেম্বর থেকে। চলে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করতে তথ্য সংগ্রহ শুরু করে অধিদপ্তর।
Discussion about this post