নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় চলমান বা ঘোষিত পরীক্ষাগুলো বন্ধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সংশোধিত সূচি প্রকাশ করা হয়।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এই সূচি প্রকাশ করার পর সেটা নিয়ে সমালোচনা দেখা দেয়। ফলে রাতে সংশোধনীসহ নতুন সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সূচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রাণ রসায়ন, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
সংশোধিত সূচি অনুযায়ী, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ২৬ মার্চের পরীক্ষাগুলো হবে ৩১ মার্চ। আর ২৮ মার্চের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ০২ এপ্রিল।
Discussion about this post