নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবার ৭৬ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৩৬ জন বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছেন। এই নিয়োগে ক্যাম্পাসজুড়ে সবার মাঝে বিরাজ করছে আনন্দ।উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাও।
এ প্রসংগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আমার কাছে সর্বোচ্চ প্রাধান্য আমার (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অ্যাকাডেমিক ফলাফলের সঙ্গে লিখিত ও মৌখিক পরীক্ষায়ও যারা ভালো করেছে তাদেরকেই আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। শিক্ষার্থীদের বলবো তোমরা এখন থেকেই ভালোভাবে পড়াশোনা করো। নিজ বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়তে পারবে।
ফার্মেসি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রহমান রিপন বলেন, যেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলাম আজ সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলাম। আমার এই অর্জনের পেছনে বিন্দু পরিমাণ হলেও যাদের অবদান রয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমার আলাদা আবেগ থাকবে, তাদের কিছু শেখানোর প্রচেষ্টা থাকবে আমার। আমার প্রিয় ক্যাম্পাসের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার অংগীকার রইলো।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সদ্য নিয়োগ পাওয় শারমিন আক্তার মিলু বলেন, এ এক অনন্য অনুভূতি ! শিক্ষকতা আমার স্বপ্ন ছিলো। তবে নিজ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবো এমনটি কল্পনায় ছিলোনা।পরিশ্রম করেছি, আজ তার ফল পেয়েছি। তাই এমন দিনে আমার পরিবার, প্রিয় শিক্ষকবৃন্দ এবং সহপঠিদের প্রতি জানাই পরম কৃতজ্ঞতা। কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চতর গবেষণার ইচ্ছা রয়েছে বলেও জানান এই মেধাবীজন।
এবার শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন যারা-
Discussion about this post