শিক্ষার আলো ডেস্ক
বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সেশন জট নিরসন ও দ্রুত পরিক্ষা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সিঅ্যান্ডবি রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা এ সময় তাদের ৫ দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. করোনা মহামারি চলাকালীন সময়ে যে সেমিস্টার লস হয়েছে তা পুষিয়ে নিতে সর্বোচ্চ চার মাসের সেমিস্টার করে দ্রুত রিকোভারি প্লান দিতে হবে
২. পরীক্ষার ফলাফল (সর্বোচ্চ ৬০ দিনের ভেতর), পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি দ্রুত প্রকাশ করতে হবে
৩. ৪র্থ বর্ষের সকল কার্যক্রম(৪-১,৪-২ এর পরিক্ষা ও কমপ্রিহ্যানসিভ ভাইবা) আগস্টের মধ্যে শেষ করতে হবে
৪. ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জুলাইয়ের মধ্যে ২-২ এবং ৩-২ পরিক্ষা শেষ করতে হবে এবং সেশনজট নিরসন না
৫. হওয়া পর্যন্ত ১ম,২য়,৩য় বর্ষের পরবর্তী সেমিস্টারগুলো প্রতিটি ৪ মাসে শেষ করতে হবে।
৬. সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরেই মার্কশিট প্রদান করতে হবে এবং প্রতি সাজেক্টে ইমপ্রুভমেন্ট
৭. পরিক্ষা ও রিটেক পরিক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয় এর সাথে সামঞ্জস্য রেখে ২০০-৩০০ টাকায় নিয়ে আসতে হবে
৮. সব কলেজের অধ্যক্ষসহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র্য বোর্ড গঠন করতে হবে, যাতে করে
৯ .পরিক্ষার সময়সূচি, রেজাল্ট, মার্কশিট ও অন্যান্য বিষয়ে দ্রুত এবং কার্যকর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া সহজ হয়।
Discussion about this post