শিক্ষার আলো ডেস্ক
করোনার যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার (৩০ জানুয়ারি)। প্রায় পাঁচ বছর পর এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে জানাতে সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সঞ্চালনা করেন শেখ ফজিলাতুন্নেছা হল শাখার সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন।
সঞ্জিত চন্দ্র দাস বলেন, এবারের হল সম্মেলনটি আমরা এমন একটি সময়ে আয়োজন করতে যাচ্ছি, যখন একদিকে বৈশ্বিক মহামারি করোনার তৃতীয় ঢেউ শুরু হচ্ছে।
অন্যদিকে সব প্রতিকূলতার মধ্যেও দেশের দেশরত্ন শেখ হাসিনা তার উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আগের চেয়ে আরও বেশি বেগে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের অবিরত সংগ্রামে দুঃসাহসী যোদ্ধা হিসেবে পাশে থাকার থাকার জন্য দুই বাস্তবতাকে বিবেচনায় রেখেই ঢাবি হল সম্মেলন সফল করার চেষ্টা করছে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, দুই ডোজ টিকা নেয়ারাই শুধু সম্মেলনে অংশ নিতে পারবে। এছাড়া নূন্যতম উপসর্গ থাকলেও অনুষ্ঠানে যোগ দেয়া যাবে না।
তিনি বলেন, হল সম্মেলনে করোনা সংক্রমণ ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এ ব্যাপারে একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনের পর নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি দেয়া হবে। সম্মেলনের দু’তিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।
Discussion about this post