শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নূরনবী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক ড. মো. নূরনবী ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে বি.এসসি (অনার্স) এবং এম.এসসি পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন।
তিনি ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের লীডস্ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রায় ৪০ টি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট- ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
এছাড়াও তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ – এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
Discussion about this post