নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় ২৭টি বিষয়ে ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং www.nubd.info) থেকে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
Discussion about this post