নিজস্ব প্রতিবেদক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ টি অনুষদে ১৬ বিভাগের ৮১০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ১৯৮ জন শিক্ষার্থী এবং ৬১২ টি আসন খালি রয়েছে অর্থাৎ ২৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হক। ভর্তি কার্যক্রম অনলাইনে হওয়ায় অনুষদ ও বিভাগের আসন সংখ্যা কত পূরণ বা খালি আছে তা নিশ্চিত হওয়ার জন্য আরও সময় লাগবে বলে জানান তিনি। তবে আগামী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৬১২ আসনের বিপরীতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২২ জানুয়ারি সশরীরে ক্লাস পরীক্ষাসহ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ২৩ ও ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া সশরীরে ভর্তি কার্যক্রমও বন্ধের সিদ্ধান্ত নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ১৯ জানুয়ারি প্রকাশিত প্রথম মেধাতালিকা অনুযায়ী ৩০ জানুয়ারি ২০২২ সকাল ১১টা থেকে ১ ফেব্রুয়ারী ২০২২ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি নেয়া হয়।
Discussion about this post