শিক্ষার আলো ডেস্ক
বহিরাগতের প্রবেশে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
শিক্ষার্থীদের বহিরাগত নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ঘোষণা দেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ‘জিরো টলারেন্স’ নীতি জারির কথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। এরপর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবি তুলে আন্দোলন করেন।
এ ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল- নিহত হিমেলের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা, হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নামকরণ করা, রাস্তা মেরামতের পর ভবনের কাজ শুরু করা, বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞা জারি, কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ, রাকসু নির্বাচন নিশ্চিত করা এবং বোটানিক্যাল গার্ডেনের ভেতর রাস্তা মেরামত করে কাজ চালু করা।
এসব দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা পোষণ করে দাবি মেনে নেয়।
ঘটনার রাতে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন হিমেলের দাফন শেষে সাবাশ বাংলাদেশ চত্বরে তাদের নিয়ে উন্মুক্ত আলোচনায় বসবেন।কথা অনুযায়ী বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করতে সাবাশ বাংলাদেশ চত্বরে মিলিত হন। শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা। এসময় উপাচার্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ জারি করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাস আমার ও আমাদের শিক্ষার্থীদের।এ ক্যাম্পাসে শুধু আমরাই থাকবো।এখানে বহিরাগতদের প্রবেশ কোনোভাবেই মানা হবে না।বহিরাগতদের দেখলেই প্রক্টরকে জানাতে বলেন।
Discussion about this post