শিক্ষার আলো ডেস্ক
রং তুলির আঁচড়ে মাহমুদ হাবিব হিমেলকে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে চিত্রকর্ম আঁকা কর্মসূচি শুরু করেছে হিমেলের অনুষদের শিক্ষার্থীরা।
এদিন শহীদ হবিবুর রহমান হলের মাঠের কাছে দুর্ঘটনাস্থলে রং তুলির আঁচড়ে ছবি আঁকেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের সামনে রাস্তায় আঁকা হয়েছে হিমেলের ছবি। সেখানে লেখা হয়েছে, ‘রাস্তাঘাটে পিষে মরি, বাতাসে তোদের শ্বাস, সৃষ্টিকূলের ঘাতকেরা তোরা সাবধান থাক।’
এ বিষয়ে হিমেলের সহপাঠীরা বলেন, হিমলকে হারানোতে আমাদের মনের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটি রং তুলির আঁচড়ে তুলে ধরছি। পাশাপাশি আমরা হিমেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে এসে তুলির আঁচড়ে হিমেলকে নিয়ে অনুভূতি জানাতে পারবে। আমরা রং তুলি ও কাগজ সরবরাহ করবো। শিক্ষার্থীদের আঁকা সব ধরনের চিত্রকর্ম দিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। আগামীকাল শনিবার পর্যন্ত এটি চলবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের কাছে ট্রাকচাপায় নিহত হন গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মানের পাথর বহন করছিল।
Discussion about this post