শিক্ষার আলো ডেস্ক
ক্যাম্পাস খোলার পর শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের ক্লাস । সশরীরে ক্যাম্পাস খুলার আগে অনলাইনে তাদের ক্লাস নেয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, আমাদের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে ক্যাম্পাস খোলার পরে শুরু হবে। সরকার যেহেতু ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, সেহেতু এর আগে এদের কোনো ক্লাস নেয়া হবে না।
অনলাইনে তাদের ক্লাস নেয়ার ব্যাপারে তিনি বলেন, এখন যারা নতুন ভর্তি হয়েছে তাদের অনেকের ডিভাইস নাও থাকতে পারে। সুতরাং আমরা তাদের ক্লাস অনলাইনে নেব না। সশরীরেই ক্লাস শুরু করা হবে ক্যাম্পাস খোলা হলে।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ৫৪৩টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।
Discussion about this post