নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। তবে এসময় বিভাগগুলো চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে।
রোববার (০৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ থাকবে তবে চলমান থাকবে পরীক্ষা।
তিনি আরও বলেন, যেসব বিভাগে পরীক্ষা চলছে না সেসব বিভাগগুলো চাইলে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে নতুন করে পরীক্ষার রুটিন দিতে পারবে।
এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন অধ্যাপক তাহের। তবে ক্লাস সশরীরে শুরু হবে নাকি অনলাইনে হবে তা এখনো নিশ্চিত নন তিনি।
উল্লেখ্য, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং আবাসিক হলসমূহ খোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
Discussion about this post