শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের শিক্ষার্থী প্রতি ভর্তুকি ও মেধাবৃত্তির টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের পাশাপাশি এক শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৫৪ তম সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
জানা যায়, আবাসিক হলের শিক্ষার্থী প্রতি ভর্তুকি ছিল ৮০ টাকা। এবার তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এতে আবাসিক হলে খবারের মান বাড়ার পাশাপাশি দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বৃত্তির টাকা ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয় লাখ টাকা বিদ্যমান ছিল। পরবর্তীতে ২০১৮ সালে তা বৃদ্ধি করে ১০ লাখ টাকা করা হয়। সেটি আরও ৫০ শতাংশ বৃদ্ধি করে ১৫ লাখ করা হয়েছে। আগামী বছর থেকে তা কার্যকর হবে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, যে পরিমাণ বিভাগ ও শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় এই বরাদ্দ যথেষ্ট নয়।
অ্যাকাডেমিক শাখার প্রধান এমদাদ হোসেন বলেন , বৃত্তির টাকা ১০ লাখ থকে ২১ লাখ করার চাহিদা দেওয়া হয়। আমরা জানতে পেরেছি বৃত্তির টাকা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য সুসংবাদ।
এছাড়া সিন্ডিকেটে মনিরুল ইসলাম জয় ও মেহেদী হাসান রয়েল নামে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। পর পর দুই শিক্ষাবর্ষে অকৃতকার্য হওয়ায় এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েচে। এছাড়া দীর্ঘদিন অনুপস্থিতির কারণে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাপ্ত অর্থ আদায়ের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও হয় সভায়।
এছাড়া চারুকলা ও অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থীর নিয়োগ অনুমোদন, এক ড্রাইভারের নিয়োগ, প্রশাসনিক পদ সমূহে ভাতা বৃদ্ধিসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সিন্ডিকেটে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া বলেন, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি। আমরা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্য কিছু কাজ করার জন্য। আগামী বছর আরও কিছু অর্থ বাড়ানোর চেষ্টা করা হবে। বর্তমান সিদ্ধান্ত আপাতত কিছুটা হলেও শিক্ষার্থীদের উপকারে আসবে বলে আমরা আশাবাদী।সৌজন্যে-বাংলা ট্রিবিউন
Discussion about this post