নিজস্ব প্রতিবেদক
ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে দেশসেরা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ব র্যাংকিংয়ে স্থান ২ হাজার ৭৬২তম। এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জানুয়ারি, ২০২২ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৬৬৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৮১৫) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২০৫৬), রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২০৭৬), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪১৬), ব্রাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪২৭), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৬৫৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৭৬২), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাংকিং ২৯০২)।
এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
ওয়েবমেট্রিক্স জানুয়ারি ২০২২ সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই মার্কিন যুক্তরাষ্ট্রের।
Discussion about this post