শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের-ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ১৭-১৮ সেশনসহ অন্যান্য সেশনের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবিতে ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা আটকে থাকা পরীক্ষা ও ক্লাস চালুর দাবি জানান। এসময় তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সই গ্রহণ করেন। পরে সইয়ের তালিকাসহ আবেদনপত্র ইনস্টিটিউটের পরিচালক ড. মো. গোলাম আজমের কাছে জমা দেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত বছরের অক্টোবর থেকে ১২তম ব্যাচের সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। গত কয়েকদিন আগে পরীক্ষা শুরু হলেও একটি মাত্র পরীক্ষা নেওয়ার পর আবারও বন্ধ করে দেওয়া হয়। যেখানে সব অনুষদের সব বিভাগের পরীক্ষা চলছে, সেখানে আমাদের পরীক্ষা বন্ধ করে রাখার কোনও যৌক্তিকতা দেখি না।
এ বিষয়ে ইনস্টিটিউটের পরীক্ষা কমিটির প্রধান ড. মোহাম্মদ শাহীন খান বলেন, ‘আমরা (পরীক্ষা আহ্বায়ক কমিটি)পরীক্ষা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। ইনস্টিটিউটের পরিচালক আমাদেরকে লিখিত দিলে যেকোনও সময় পরীক্ষা নিতে পারবো।’
পরীক্ষাগুলো কেন নেওয়া হচ্ছে না জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘মাস্টার্স ও অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, নিচ্ছি। অন্য সেশনগুলোর ব্যাপারে কোনও নিদর্শনা নেই।’
অপর দিকে পরীক্ষা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার ব্যাপারে ঢাবির পরীক্ষা উপ-নিয়ন্ত্রক রোকনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সার্কুলার অনুয়ায়ী কোনও বিভাগ বা ইনস্টিটিউট চাইলে তাদের পরীক্ষা নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে নির্দেশনা এটাই। যদি ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে চায়, তাহলে তারা নিতে পারেন।’
Discussion about this post