নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আসন খালি থাকা সাপেক্ষে গত ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষ হয় ৭ ফেব্রুয়ারি।
জানা গেছে, তৃতীয় মেধাতালিকা শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে মোট ভর্তি হয়েছেন ৮২৫ জন। এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪টি, ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি ও ‘সি’ ইউনিটে ৪৫০ টি আসনের মধ্যে ২৫০টি আসন খালি রয়েছে।
Discussion about this post