নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১২তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (ইংরেজি ভার্সনসহ) বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য ১২তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে। যা পাঠানো হলো। বাংলা, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ এবং লঘু সংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট (বাংলা, শিশুর বিকাশ এবং লঘু সংগীত ছাড়া ইংরেজি ভার্সনসহ) অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়। ১২তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে।
অফিস আদেশে আরও জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জন্য স্বাস্থ্যবিধি পালন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post