নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞতিতে বলা হয়েছে, বিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের (২০২১ শিক্ষাবর্ষ ব্যতীত) সশরীরে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে ২০২১ শিক্ষাবর্ষের সশরীরে শ্রেণী কার্যক্রম আগামী ০৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সকল শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনে তত্ত্বীয় ক্লাস অনলাইনে নেয়া যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, জিমনেসিয়াম এবং টিএসসি ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত শতভাগ জনবল নিয়ে স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।
উল্লেখ্য, নবাগত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের র্যাগিং থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের “এন্টি-র্যাগিং নীতিমালা-২০২১” কার্যকর করা হবে।
Discussion about this post