শিক্ষার আলো ডেস্ক
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নিজস্ব অর্থায়নে সংগৃহীত ৫২ আসনের একটি বাস এবং অস্থায়ীভাবে নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম একাডেমিক ভবন ও বাস এবং প্রকল্পের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর জেলার পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা, প্রকল্প পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করে আলহাজ্ব মির্জা আজম বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার গুণগত মানের উপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে জামালপুরে বঙ্গমাতার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়টির অত্যাধুনিক ক্যাম্পাস স্থাপনের জন্য সমীক্ষা প্রকল্প শুরু হচ্ছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
‘জামালপুর দেশের শিক্ষা-সংস্কৃতির দিক থেকে বেশ এগিয়ে আছে। বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাফল্যের নতুন একটি পালক যুক্ত করল। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের ভৌত উন্নয়ন হবে, আধুনিক ক্যাম্পাস নির্মাণ হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভৌত উন্নয়নই যথেষ্ট নয়। গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।’
Discussion about this post