নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় অনুষদভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান তাকে হলটির ২২তম প্রাধ্যক্ষ হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেন।
অধ্যাপক ড মো. বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে ২০০৪ ও ২০০৫ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এর পরে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি মালেশিয়ার ইউনিভার্সিটি অব পারলিস থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট ডক্টোরাল ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। পাশাপাশি টানা আট বছর মাস্টার দা সূর্যসেন হলের হাউজ টিউটর ছিলেন।
Discussion about this post