নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দ্বিতীয়বারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষেও সমন্বিতভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে।
সিদ্ধান্ত অনুযায়ী, এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান হবেন কুয়েট থেকে। তবে ভর্তি পরীক্ষা তিন বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।
সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। আগামী ৩ মার্চ থেকে এই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। আর ওইদিনই ২০২০-২১ শিক্ষাবর্ষের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করবে ভর্তি কমিটি। এরপর ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠন করা হবে।
এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে নতুন কমিটি গঠন করার পর ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন এবং এ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রথম সপ্তাহে বসবে নতুন কমিটি। আর ১৩ সদস্যের একটি কমিটি হবে। তিন বিশ্ববিদ্যালয় থেকে চারজন করে আর বাকি একজন সভাপতি থাকবেন।
তিন প্রকৌশল সমন্বিত ভর্তি কমিটির (২০২০-২১ শিক্ষাবর্ষ) সভাপতি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, আগামী ৩ মার্চ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সেজন্য ৩ তারিখেই ওই বর্ষের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করবো। আশা করছি, মার্চের প্রথম সপ্তাহের দিকে নতুন কমিটি বসে কোন একটি সিদ্ধান্ত নেবে।
Discussion about this post