নিজস্ব প্রতিবেদক
মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলেজে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরেই কালো ব্যাজ ধারণ করে ঢাকা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী আমিন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা।
কলেজ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- ঢাকা কলেজ ছাত্রলীগ, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস, শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাস, শহীদ শেখ কামাল ছাত্রাবাস, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট, ঢাকা কলেজ রাইটার্স ফোরাম, ঢাকা কলেজ ডিবেডিং সোসাইটি, ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব, ঢাকা কলেজ নাট্যমঞ্চ, ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাবসহ বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ বলেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব আয়োজন করা হয়েছে। আমরা এখানে এসেছি প্রাণের তাগিদে ও ইতিহাসের সাক্ষী হতে। ঢাকা কলেজের বয়স ১৮০ বছর আর ধানমন্ডির এই ক্যাম্পাসের বয়স ৮০ বছর। তাই নিঃসন্দেহে বলা যায় এই কলেজের শহীদ মিনারের বয়স ৭০ বছরেরও বেশি। দেশের সকল আন্দোলন-সংগ্রাম, ইতিহাস-ঐতিহ্যে অবদান রয়েছে ঢাকা কলেজের। মাতৃভাষার আন্দোলনেও বিরাট ভূমিকা রয়েছে এই কলেজ শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ গানের লেখক আবদুল গাফফার চৌধুরীর স্মৃতি বিজরিত ঢাকা কলেজ ক্যাম্পাস। কেন্দ্রীয় শহীদ মিনারের পরই ঢাকা কলেজ শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ফুল দেওয়া হয়। এই ঐতিহাসিক ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে বলে বিশ্বাস করি।
এছাড়াও ভোরে সূর্যোদয়ের পর প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় মানুষের ভিড়। আজ আসরের নামাজের পর ভাষা শহীদদের স্মরণে ঢাকা কলেজ জামে মসজিদে দোয়া ও মোনাজাত ও ২৩ ফেব্রুয়ারি (বুধবার) ‘বাংলা শুদ্ধ বানান এবং উচ্চারণ শিক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Discussion about this post