নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ভাষা সৈনিক সুফিয়া আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিক বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সুফিয়া আহমেদ ১৯৩২ সালের ২০ নভেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক নির্বাচিত হন তিনি। ভাষা আন্দোলনে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
তার পিতা মুহম্মদ ইবরাহিম ছিলেন বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মা লুৎফুন্নেসা ইবরাহিম। সুফিয়া আহমেদ ১৯৫০ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ১৯৬১ সালে লন্ডন থেকে পিএইচডি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালে অধ্যাপক হন। দেশের বাইরেও তিনি কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। তিনি ইস্তানবুলের বসফরাস বিশ্ববিদ্যালয় এবং উইজকনসিনের মিলোউকির আলভার্নো কলেজের আমন্ত্রিত অধ্যাপক ছিলেন।
সুফিয়া আহমেদ বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে সৈয়দ রিফাত আহমেদ সুপ্রিম কোর্টের বিচারক। কন্যা রাইনা আহমেদ চিকিৎসক। তিনি সুফিয়া কামাল পুরস্কার, একুশে পদকসহ বেশকিছু পুরষ্কারে ভূষিত হন।
Discussion about this post