নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে প্রকাশ করা হতে পারে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।
তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষার কাজ চলমান রয়েছে। বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষা করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আশা করছি ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করতে পারব।
এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।
আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
Discussion about this post