নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ১ম বর্ষে ৭ম ধাপের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুই ইউনিটের সাধারণ ও কোটার ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে ১৭২১-১৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৯৬৪-১০১৩ পর্যন্ত ও মানবিক বিভাগের ১৭২৫-১৭৭৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
এছাড়া দুপুর ১টায় উভয় ইউনিটের কোটায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য admission.sust.edu.bd ওয়েবসাইটে জানা যাবে।
Discussion about this post