নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এ শিক্ষার্থীদের ১৭তম ও ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে।
করোনা মহামারির কারণে দেড় বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। সে সময় ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। এরপর করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তখন ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ ও সংগ্রহ করতে মাদরাসাগুলোর প্রধানদের বলেছে অধিদপ্তর।
Discussion about this post