শিক্ষার আলো ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিসারিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাকে ফিসারিজ অনুষদের ডিন নিযুক্ত করায় আমি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে অধ্যাপক ড. ইমরান পারভেজ হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে শিক্ষার্থীবান্ধব কাজ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন।
এর অংশ হিসেবে হাবিপ্রবির শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা, মেয়েদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা, ট্রাস্টি বোর্ডের নীতিমালা প্রণয়ন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য সফটলোনের ব্যবস্থা করা, এন্টি র্যাগিং নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসে করোনার টিকার ব্যবস্থাসহ বিভিন্ন কাজে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
Discussion about this post