শিক্ষার আলো ডেস্ক
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ)
শুক্রবার (২৫ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় এলাকার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটি। এসময় বক্তারা সাক্ষ্য আইন বাতিল, আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়া, সব শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত, অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘গত পরশু দিন (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা সেই অপরাধের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এক পর্যায়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালিয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা দেখছি, বিচারের দাবি নিভৃতে কাঁদে, কোনও ঘটনার বিচার হয় না। প্রায় পাঁচ বছরে তনু হত্যা মামলার চার্জশিট হয়নি,নুসরাত হত্যার এপর্যন্ত কোনও কার্যকর বিচার হয়নি। বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে যত মামলা হয়, তার এক পার্সেন্ট বিচার হয়। এই যদি হয় বিচারের অবস্থা তাহলে অন্যায় হতেই থাকবে।’
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম, ঢাবি শাখার সভাপতি রাজিব কান্তি রায়সহ আরও অনেকে।
Discussion about this post