নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষাগুলো এবং ভর্তির নিয়মাবলি ঘোষণা করা হয়েছে।
চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পরীক্ষা ও ভর্তির সময়সূচি হচ্ছে-
পালি বিভাগ : চবি পালি বিভাগের ২য় বর্ষ বিএ (সম্মান) ২০২০ কোর্স নং-২০১ থেকে অনু-০৪ এর পরীক্ষাগুলো আগামী ৬.৩.২০২২ থেকে ২৩.৩.২০২২ পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা ২৭.৩.২০২২ তারিখ প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।
গণিত বিভাগ : চবি গণিত বিভাগের ৩য় বর্ষ বিএসসি (অনার্স) ২০২০ (নতুন ও পুরাতন) কোর্স নং-৩০১ থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগামী ২০.৩.২০২২ থেকে ১৫.৬.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিট থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ : চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২য় বর্ষ বিএসসি (অনার্স) ২০২০ (কোর্স নং-২১১) ব্যবহারিক পরীক্ষা আগামী ২৭.২.২০২২ থেকে ৯.৩.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন ১০টা থেকে শুরু হবে।
পদার্থবিদ্যা বিভাগ : চবি পদার্থবিদ্যা বিভাগের ২য় বর্ষ বিএসসি (অনার্স) ২০২০ কোর্স নং-২০৯ (চযুংরপং চৎধপঃরপধষ ঈড়সঢ়ঁঃবৎ) ব্যবহারিক পরীক্ষা আগামী ২.৩.২০২২ থেকে ১৪.৩.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। ওই বিভাগের ২য় বর্ষ বিএসসি (অনার্স) ২০২০ কোর্স নং-২০৮ (চযুংরপং চৎধপঃরপধষ) ব্যবহারিক পরীক্ষা আগামী ২.৩.২০২২ থেকে ২৮.৩.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস : চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমএস ইন ফরেস্ট্রি (থিসিস ও জেনারেল গ্রুপ) ও এমএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স (থিসিস ও জেনারেল গ্রুপ) কোর্সে ২২.২.২০২২ তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২২.৩.২০২২ তারিখ এবং বিলম্ব ফিসহ আগামী ২৪.৩.২০২২ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
Discussion about this post