শিক্ষার আলো ডেস্ক
ভাষার মাস একুশ উপলক্ষ্যে পৃথিবীর সব মাতৃভাষার সম্মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি এ উৎসবের আয়োজক।
গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক শরীফা ইয়াসমিন।
উপদেষ্টা অধ্যাপক শরীফা ইয়াসমিন বলেন, করোনা মহামারিতে আমাদের পুরো পৃথিবীটাই থমকে গিয়েছিল। তবে এ সমস্যা আমরা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তাই আমরা কিছুক্ষণের জন্য না বরং সার্বক্ষণিক ভালো থাকতে চাই। তারই প্রয়াসে এই আয়োজন। আশা করি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমরা।
উদ্বোধনের পর বাংলা ভাষায় নির্মিত ‘অজ্ঞাতনামা’ (২০১৬) এর প্রদর্শনী শুরু হয়। এরপর সন্ধ্যা ৬ টায় ইংরেজি ভাষায় নির্মিত ‘Soul’ (২০২০)। ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ইতালয়ান ভাষায় নির্মিত ‘Bicycle Thieves’ (১৯৪৮) ও সন্ধ্যা ৬টায় কোরিয়ান ভাষায় নির্মিত ‘Parasite’ (২০১৯) প্রদর্শিত হবে। প্রদর্শনীর শেষ দিন ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পর্তুগিজ ভাষায় নির্মিত ‘City of God’ (২০০২) ও সন্ধ্যা ৬টায় ফরাসি ভাষায় নির্মিত ‘A Separation’ (২০১১) প্রদর্শন করা হবে।
Discussion about this post