নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ছে। শুক্রবার (১০ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্র।
সূত্র জানায়, গত ১৮ মার্চ থেকে বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ এপ্রিল। ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হয়েছে। সাধারণ ছুটির আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠান পড়বে। তাই ২৫ এপ্রিল পর্যন্তই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে।
এরইমধ্যে গুঞ্জন উঠেছে এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা সে নির্দেশনা সরকারের শীর্ষপর্যায় থেকে আসবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত হবে। প্রজ্ঞাপনও হয়ে যাবে।
এরআগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল সাধারণ ছুটি। পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
Discussion about this post