শিক্ষার আলো ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৩ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে শুরু হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা) ষষ্ঠবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আলোকচিত্র প্রদর্শনী মোট দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় পর্ব ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদালয়ের একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রথম পর্বের প্রদর্শনী চলবে।
সবগুলো ছবি থেকে ৭৫টি ছবি বাছাই করা হবে। এই ৭৫টি ছবি একক ক্যাটাগরি, মোবাইল ক্যাটাগরি ও ফটো স্টোরি—এই তিন গ্যাটাগরিতে প্রদর্শন করা হবে।
Discussion about this post