নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক গত ২৫ মার্চ ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৮ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে বলা হয়েছিল। কিন্তু এমপিও শিট না পৌঁছানোয় ব্যাংকগুলোর অনেক শাখাই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারেননি। এ জটিলতা নিরসন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এমপিও শিট আপলোড করা হয়েছে। এমপিও শিট ডাউনলোড করে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো। একই সাথে প্রতিষঠান প্রধানরাও এমপিও শিট ডাউনলোড করে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়। সহকারী পরিচালক জহুরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, এইচএসসি (বিএম), এসএসসি (ভােকেশনাল) এবং মাদরাসা (ভােকেশনাল ও বিএম) শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার সরকারি অংশের ১২ টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সােনালী ব্যাংক লিমিটেডের কার্যালয়ে গত ২৫ মার্চ হস্তান্তর করা হয়েছে। এমপিও শিটের হার্ড কপি ব্যাংকগুলোকে হস্তান্তর করা হয়েছিল। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অনিবার্য পরিস্থিতিতে বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে মার্চ মাসের এমপিও শিটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের এমপিও পাের্টালের নােটিশ বাের্ডে আপলােড করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিষ্ঠান প্রধানরা তাঁর প্রতিষ্ঠানের এমপিও শিট ওয়েব সাইট হতে ডাউনলােড করে বেতন ভাতা পরিশােধের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
Discussion about this post