নিজস্ব প্রতিবেদক
সেশনজট সমস্যার সমাধানসহ কয়েক দফা দাবি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তাকে অযৌক্তিক বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনাভাইরাস মহামারিতে দেশের শিক্ষাব্যবস্থা অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। এখন দেশ স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসছে, তাই সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে সেশনজট কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনেক দিন আগে থেকেই সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তার মধ্যে অন্যতম সাত কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেটা করার বিষয়ে সরকার কিছু ভাবছে কি না- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা ঠিক যে সাত কলেজে আগে কিছু সমস্যা ছিল, যেটা খুবই স্বাভাবিক। যখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তখন থেকেই তাদের মানের ভিন্নতা আসে, তাদের পরীক্ষাসহ সব কার্যক্রম ভিন্ন মানে করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীর চেয়ে কয়েক গুণ শিক্ষার্থী এই সাত কলেজে। এটা দুই দিক থেকে সমন্বয়ের ব্যাপার রয়েছে।’
দীপু মনি বলেন, ‘ধীরে ধীরে তারা এসব সমস্যা কাটিয়ে উঠছে। আমরাও সাত কলেজের সঙ্গে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা সমন্বয় করছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি। সে কারণেই সেশনজট এখন অনেকটাই কমে এসেছে। আশা করি, সেশনজট সমস্যা আর থাকবে না। পরীক্ষার ফলগুলো তারা যথাসময়ে দিতে পারবে। সেভাবেই তারা উদ্যোগ নিচ্ছে।’
তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার, সাত কলেজকেও সেভাবেই দেখবে। কাজেই আলাদা বিশ্ববিদ্যালয় করা এটা কোনো চিকিৎসা কিংবা সমাধান নয়। এটাকে এই মুহূর্তে আমি কোনো যৌক্তিক দাবি বলে ভাবছি না। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উন্নত হচ্ছে, এটিই আমাদের জন্য যথার্থ মনে করি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে ধারাবাহিক আন্দোলনও করেছে। এরপর একাধিক জরুরি বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিভিন্ন সংকটের কারণে ভোগান্তি থেকে মুক্তি মেলেনি বলে দাবি শিক্ষার্থীদের।
এ অবস্থায় তাঁদের দাবি, সাত কলেজকে নিয়ে একটি আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে হবে। এর মধ্যেই শিক্ষামন্ত্রী সরকারের এ ধরনের অবস্থানের কথা জানিয়ে দিলেন।
Discussion about this post