নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২ মার্চ) সন্ধ্যায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক শেষ অনুষ্ঠিত হয়। এতে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।জানা যায়, মোট তিন ধাপে বার কাউন্সিলের এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ধাপে উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা হয়। সেই বছরের ১৯ ডিসেম্বর এবং গেল বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা হয়। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ফল একই বছরের ২৫ সেপ্টেম্বর ঘোষণা করে বার কাউন্সিল। এ সময় ৬ হাজারের অধিক আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
Discussion about this post