নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত সোমবার( ২৮ ফেব্রুয়ারি ) যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও সেন্টারের মনোনীত ৩৭জন সহকারী অধ্যাপক ও প্রভাষক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, অধ্যাপক ড. সুদীপ কুমাল পাল, অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. এস এম হাফিজুর।
Discussion about this post